বালিয়াডাঙ্গীতে ৫০ জন বেকার নারীকে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : বেকার নারীদের স্বাবলম্বী করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ জন নারীকে তিন মাস প্রশিক্ষণ প্রদানের পর বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বালিয়াডাঙ্গী পেট্রোল পাম্প সংলগ্ন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন, চেয়ার, টেবিল ও সেলাই সরঞ্জাম তুলে দেওয়া হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জমিরিয়া ইহয়াউল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উত্তরাঞ্চলের প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা বেলাল উদ্দিন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, জমিরিয়া মাদরাসার শিক্ষক রবিউল আউয়াল প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বাংলাদেশ সোসাইটির এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীতে আরও এ ধরনের কাজ বৃদ্ধির আহ্বান জানান।
এ উপলক্ষে সংশ্লিষ্টরা মহান আল্লাহর কাছে এই মহৎ কার্যক্রম কবুল হওয়ার দোয়া কামনা করেন এবং ডইঝ এর চেয়ারম্যান শাইখ আশরাফুল ইসলাম ও মেজবাহুল হকসহ এই উদ্যোগে সম্পৃক্ত সকলের জন্য দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান কামনা করেন।
বিআলো/আমিনা



