বাসাবো তরুণ সংঘে শুরু হলো School of Shotokan Karate Do (কিউখাই)-এর কারাতে প্রশিক্ষণ কোর্স
সাইদুল হক: রাজধানীর বাসাবো তরুণ সংঘ ইনডোরে School of Shotokan Karate Do (কিউখাই)-এর কারাতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে গত ২৭ জুন, শুক্রবার।
বাসাবো তরুণ সংঘ ক্লাবের আহ্বায়ক মো. মোরসালিন বলেন, “খেলাধুলা বিমুখ এবং ডিভাইসের ওপর নির্ভরশীল এই প্রজন্মকে উৎসাহিত করতে পাড়া-মহল্লার ক্লাবগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
ক্লাবের সদস্য সচিব সফিকুর রহমান খোকন বলেন, “আমাদের সন্তানদের স্বাস্থ্যসম্মত ও সুস্থ মনের মানুষ হিসেবে গড়ে তুলতে কারাতে হতে পারে একটি ভালো মাধ্যম।”
SSK-এর প্রধান কোচ নজরুল ইসলাম আমান এবং সহকারী কোচ সারোয়ার হোসেন খান যৌথভাবে উদ্বোধনী দিনে প্রশিক্ষণ দেন। এ সময় প্রধান কোচ আমান বলেন, “আমাদের সন্তানের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কারাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এডুএইড কোচিং সেন্টারের স্বত্বাধিকারী শামীম পাটোয়ারী তার দুই কন্যাকে নিয়ে এই কোর্সে অংশগ্রহণ করান। তিনি খোলাকলম প্রতিদিন-এর প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, “আমি বাচ্চাদের শারীরিক সুস্থতার স্বার্থে ব্যায়াম করানো ও আত্মরক্ষার কৌশল শেখাতে SSK-এর কোচ নজরুল ইসলাম আমানের দ্বারস্থ হই। তিনি উৎসাহের সঙ্গে রাজি হন। আলহামদুলিল্লাহ, আজ প্রথম দিনের উপস্থিতি সন্তোষজনক ছিল।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাবো তরুণ সংঘ ক্লাবের মো. সাইফুল ইসলাম টুটুল, মো. সেলিম মিয়া, শাহাদাত হোসেন রিপন, শান্ত, জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিআলো/তুরাগ