বাসের ধাক্কায় প্রাণে বাঁচলেন নারায়ণগঞ্জের এসপি, আহত ৩ পুলিশ
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে পুলিশের একটি টহল পিকআপে বেপরোয়া গতির বোরাক বাস ধাক্কা দিলে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মদনগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এসপি জসিম উদ্দিন সেতুর নির্মাণকাজ পরিদর্শন করছিলেন। এ সময় তিনি গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। তার টহল পিকআপটি সেতুর নিচে দাঁড়িয়ে ছিল। হঠাৎ মুক্তারপুর থেকে মদনগঞ্জগামী একটি বেপরোয়া বোরাক বাস (ঢাকা মেট্রো-ঠ ১৪-৩৯০৩) পেছন দিক থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
আহতরা হলেন বন্দর থানার কনস্টেবল জহির (২৯), রাজিব (২৭) ও সামসুজ্জোহা (২৭)। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পুলিশ সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় বাসের চালক আব্বাস আলীকে (৩২) আটক করে পুলিশ। তিনি বন্দর উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটিও জব্দ করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন,
“বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/এফএইচএস