বাসের ধাক্কায় প্রাণে বেঁচেছেন নারায়ণগঞ্জের এসপি, আহত ৩ পুলিশ
তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে পুলিশের পিকআপে ধাক্কা; দ্রুত হাসপাতালে চিকিৎসা
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঘটে একটি চরম বিপজ্জনক দুর্ঘটনা, যেখানে জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। মদনগঞ্জ এলাকার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে দাঁড়ানো পুলিশের টহল পিকআপে ঢুকে পড়ে বেপরোয়া গতির একটি বোরাক বাস।
ঘটনার সময় জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন গাড়ির বাইরে দাঁড়িয়ে সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করছিলেন। ঠিক তখনই ঢাকা মেট্রো-ঠ ১৪-৩৯০৩ নম্বরের বোরাক বাসটি পেছন থেকে পুলিশের পিকআপে ধাক্কা দেয়। এতে গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন: বন্দর থানার জহির (২৯), রাজিব (২৭) ও সামসুজ্জোহা (২৭)। তাদের দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা এবং পুলিশ সদস্যদের তৎপরতায় আহতদের উদ্ধার করা হয়। বেপরোয়া বাসের চালক আব্বাস আলী (৩২) কে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটি জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, “বেপরোয়া বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং ঘাতক চালককে আটক করেছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/তুরাগ