• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাস্তবের কাছাকাছি গল্পে দর্শককে ছুঁতে আসছে ‘পরহেজগার মেয়ে’ 

     dailybangla 
    13th Nov 2025 11:53 pm  |  অনলাইন সংস্করণ

    ভিন্নধর্মী সামাজিক নাটক ‘পরহেজগার মেয়ে’ নিয়ে ফিরছেন আকাশ রঞ্জন

    হৃদয় খান: গ্রামীণ জীবনের সরলতা, বিশ্বাস আর ভুল-বোঝাবুঝির গল্পে নতুন নাটক ‘পরহেজগার মেয়ে’। পরিচালনা ও অভিনয়ে একসঙ্গে আকাশ রঞ্জন— বিপরীতে নবাগত জান্নাতুল। বাস্তবধর্মী গল্পনির্ভর এই নাটকটি দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে গ্রামের নিসর্গ, পারিবারিক বন্ধন আর মানুষের আন্তরিকতার জগতে।

    বাংলাদেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ আকাশ রঞ্জন— তিনি একাধারে নাট্যকার, অভিনেতা ও পরিচালক। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন টেলিভিশন নাটকে। সমাজের বাস্তব চিত্র, মানবিক টানাপোড়েন ও জীবনের খাঁটি অনুভবই তার গল্পের প্রধান উপাদান। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন নতুন সামাজিক নাটক ‘পরহেজগার মেয়ে’।

    নাটকটি পরিচালনার পাশাপাশি আকাশ রঞ্জন নিজেও এতে অভিনয় করেছেন। তার সঙ্গে অভিনয় করে’ছেন নবাগত অভিনেত্রী জান্নাতুন তাজরী অরা। আরও আছেন রুমন চৌধুরী, জাহিদ হাসান শুভ্র, ববি হালদার ও তুহিন মৃধা।

    গল্পে দেখা যাবে এক গ্রামীণ প্রেক্ষাপটে মানুষে মানুষে সম্পর্ক, ভুল বোঝাবুঝি, বিশ্বাস ও পারিবারিক টানাপোড়েনের মানবিক উপাখ্যান। নাম শুনে যেমনটা ধারণা হতে পারে, এটি কোনো প্রেমের গল্প নয়; বরং এটি সমাজের সহজ-সরল মানুষদের জীবনের বাস্তব গল্প।

    পরিচালক ও অভিনেতা আকাশ রঞ্জন বলেন, “আমরা গল্পটিকে বাস্তবের খুব কাছাকাছি রেখেছি। দর্শক এখানে গ্রামীণ জীবনের সৌন্দর্য, পারিবারিক বন্ধন আর জীবনের ছোট ছোট আনন্দগুলো দেখতে পাবেন।”

    তিনি আরও জানান, এই নাটকের মাধ্যমে নতুন মুখ তাসনিমের অভিনয় যাত্রা শুরু হচ্ছে। তার বিশ্বাস, দর্শকরা নাটকের গল্প ও নির্মাণে নতুনত্ব খুঁজে পাবেন। দর্শকদের জন্য এটি হবে এক নতুন অভিজ্ঞতা— যেখানে থাকবে গ্রামীণ জীবনের গন্ধ, বাস্তবের মায়া এবং মানবিকতার আলো।

    ‘পরহেজগার মেয়ে’ নাটকটি শিগগিরই দেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031