• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিইউপিতে ‘ন্যাশনাল ল ফেস্ট ২০২৫ (চ্যাপ্টার-ওও)’ এর সমাপনী অনুষ্ঠান 

     dailybangla 
    15th Sep 2025 9:47 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ আয়োজিত ‘ন্যাশনাল ল ফেস্ট ২০২৫ (চ্যাপ্টার-ওও)’ এর সমাপনী অনুষ্ঠান রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

    আয়োজনটির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, আইনচর্চা ও নীতিনির্ধারণে আগ্রহ জাগানো, পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়ন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদার করা।

    উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী ও ৫০ জন বিশিষ্ট বিচারক অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বিতর্ক, অ্যাডভোকেসি প্রেজেন্টেশন ও প্যানেল আলোচনাসহ ২৪টিরও বেশি সেশনে যোগ দেন।

    সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “তরুণ প্রজন্মের মেধা বিকাশ এবং ব্যবহারিক আইনজ্ঞান বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

    বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম (বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি) তাঁর বক্তব্যে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ আইনজীবীদের প্রস্তুত করতে এমন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

    অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি তাদের বিশ্লেষণী দক্ষতা ও আইনগত যুক্তিবোধের স্বীকৃতি দেওয়া হয়।

    অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930