বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আসাদুল শেখ: বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি) বাদ এশা রাজধানীর কদমতলী থানার অন্তর্গত আলমবাগ এলাকায় মরহুম হুমায়ূন সাহেবের বাগান বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টুর সভাপতিত্বে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও ঢাকা-০৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব তানভীর আহমেদ রবিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা তোফায়েল আহমেদ এবং শ্রমিক দলের নেতা শাহ আলম মোল্লা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া শেষে নেতৃবৃন্দ বেগম জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
বিআলো/এফএইচএস



