বিএনপির নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাত: ড্যাব নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সভা করেন ডা. জিয়া উদ্দিন হায়দার
মনিরুজ্জামান মনির: আগামী জাতীয় নির্বাচনে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বিএনপির অঙ্গীকার ও প্রস্তাবনা চূড়ান্ত করার লক্ষ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির নির্বাচনী টিমের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) গুলশানে অবস্থিত বিএনপির নবনির্মিত নির্বাচনী অফিসে অনুষ্ঠিত এই সভায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান সংকট, নীতিগত সংস্কার, চিকিৎসকদের কর্মপরিবেশ উন্নয়ন এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়া উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ডা. মাহাদি আমিন, হেলথ ইকোনমিস্ট ডা. জাহাঙ্গীর খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তৌফিক জোয়ার্দার এবং ডা. আহমেদ এহসানুর রহমান। তাঁরা আলোচনায় অংশ নেন।
ড্যাব-এর পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সহ-সভাপতি ডা. সামিউল হাসান বাবু, ডা. সফিউল্লাহ ঝিনটু, ডা. সৈয়দ আকরাম হোসেন, ডা. জাহিদ রায়হান এবং ডা. মাহমুদ আলম তারেক।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়া উদ্দিন হায়দার বলেন, একটি মানবিক, টেকসই ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্য খাতে সংস্কার জরুরি। সে লক্ষ্যে চিকিৎসক সমাজের বাস্তব অভিজ্ঞতা ও সুপারিশ বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।
বিআলো/ইমরান



