বিএনপির প্রার্থী বাছাইয়ে শৃঙ্খলার কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী চূড়ান্তের পথে এগোচ্ছে বিএনপি। আসনভিত্তিক যাচাই-বাছাই প্রায় শেষ পর্যায়ে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন—দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে মাঠে কাজ করতে হবে। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে একক প্রার্থীদের প্রাথমিক ‘সবুজ সংকেত’ দিতে পারে বিএনপি। ইতোমধ্যে বিভিন্ন জরিপ ও বৈঠকের মাধ্যমে প্রায় ৭০ শতাংশ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীর জনপ্রিয়তা, আন্দোলনে সম্পৃক্ততা, সততা ও ক্লিন ইমেজকে প্রধান মানদণ্ড ধরা হয়েছে।
অন্যদিকে মিত্র দলগুলোর জন্য আসন ছাড়ার প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। শতাধিক আসনে শরিকরা প্রার্থী চাইছে; এ নিয়ে তাদের তালিকাও সংগ্রহ করেছে দলটি।
নির্বাচনকালীন সময় ঘনিয়ে আসায় মাঠপর্যায়ে সংগঠন গোছানোর পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের প্রচার শিগগিরই শুরু হতে পারে। তবে তফশিল ঘোষণার পর বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন চূড়ান্ত করা হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “আমাদের নেতা যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবেই নির্বাচনের প্রস্তুতি চলছে।” স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনও বলেন, একক প্রার্থীর তালিকা প্রক্রিয়াধীন এবং শিগগিরই গ্রিন সিগন্যাল দেওয়া হবে। তবে সালাহউদ্দিন আহমদ পরিষ্কার করে বলেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি—তফশিল ঘোষণার পরই আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হবে।
বিআলো/শিলি