• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপির ভাবমূর্তি নষ্টে সক্রিয় কিছু রাজনৈতিক দল: আনোয়ারুজ্জামান আনোয়ার 

     dailybangla 
    23rd Sep 2025 9:12 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির জেষ্ঠ্য সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল ধারাবাহিকভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে প্রপাগান্ডা চালাচ্ছে। তিনি বলেন, “বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ছড়ানো হচ্ছে।”

    মঙ্গলবার বিকেলে শেরে বাংলা নগর থানা ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলনে আনোয়ার এসব মন্তব্য করেন।

    তিনি বলেন, “বিএনপি সমুদ্রের মতো একটি বিশাল রাজনৈতিক দল। সেখানে ছোটখাটো ভুলত্রুটি থাকতে পারে। তবে দলের বিপথগামী নেতাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছেন। সারাদেশে সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।”

    আনোয়ার অভিযোগ করেন, জামাত-এনসিপি ঘরানার কিছু রাজনীতিক বিএনপির ওপর চাঁদাবাজির অভিযোগ চাপিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, “তবে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।”

    ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছে, “তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। তবে দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কর্মকাণ্ডে জড়ানো যাবে না। মাদক, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে কোনো ছাত্রদল নেতাকর্মীকে জড়িত থাকা চলবে না।”

    তিনি উল্লেখ করেন, “গত ১৫ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। তারেক রহমান মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন চালিয়েছেন। অথচ অনেকেই ভুল করে মনে করছেন তারা একা একাই সফল হয়েছেন।”

    কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ ইউসুফ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন, সিনিয়র সহসভাপতি রবিউল আউয়াল ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, ঢাকা মহানগর উত্তর বিএনপি নির্বাহী সদস্য তাসলিমা রিতা ও শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930