বিএনপির র্যালি শুরু, সড়কে লাখো নেতাকর্মীর ঢল
নিজস্ব প্রতিবেদক: কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩টায় ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা কোরআন তেলাওয়াত করেন। এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাজাত কামনা করে দোয়া করা হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপি র্যালি শুক্রবার বেলা সাড়ে তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। র্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে র্যালিটি।
সরেজমিনে দেখা যায়, র্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎসজীবী দল, ওলামা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আলাদা আলাদা ব্যানারে র্যালিতে যোগ দিয়েছেন। এর আগে বেলা ১১টার দিকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর, মতিঝিলসহ আশপাশের এলাকার অলিগলি লোকে লোকারণ্য হয়ে গেছে।
র্যালিতে সংগঠন নেতাকর্মীদের উপস্থিত জানাতে বিভিন্ন রংবেরঙের ক্যাম্প ও গেঞ্জি ছিল নেতাকর্মীরা। বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড হাতে ছিল। দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে তালে ও মাইকে স্লোগানে স্লোগানে র্যালিটি মানিক মিয়ার দিকে এগিয়ে যায়। ‘স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান’, ‘গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান’ ‘তারেক রহমান আসবে বীরের বেশে’ স্লোগানে স্লোগানে পুরো পথ প্রকম্পিত করে রাখছেন।
র্যালির শুরু আগেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিআলো/শিলি