• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপি’র লক্ষ্য অর্থনীতির গণতন্ত্রায়ন: ডাঃ জিয়াউদ্দিন হায়দার 

     dailybangla 
    20th Sep 2025 8:18 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির: বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্ব পালনের সুযোগ পায়, তবে আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। শুধু তাই নয় ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ৪৭০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে বিএনপি। শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন এ কথা বলেন।

    তিনি বলেন, “আমরা চাই অর্থনীতির গণতন্ত্রায়ণ। এজন্য শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতিসহ সাতটি অগ্রাধিকার খাতে কাজ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির রূপরেখা তৈরি করা হচ্ছে। সরকারি, বেসরকারি ও আত্মকর্মসংস্থান—সব ক্ষেত্রেই কিভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় তার পরিকল্পনা প্রণয়ন চলছে।”

    ড. স্বপন আরও বলেন, “আমাদের অর্থনীতি জিডিপি বৃদ্ধির মাধ্যমে কিছুটা শক্তিশালী হলেও এর সুফল সবাই সমানভাবে পাচ্ছে না। আমরা চাই হিন্দু, মুসলিম, পাহাড়ি কিংবা দরিদ্র সকল নাগরিক যেন সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করতে পারে।”

    নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “১৯৯০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমি ৬২টি দেশে উন্নয়ন সংগঠক হিসেবে কাজ করেছি। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের স্বার্থে আমার এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এজন্য প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে উন্নয়নের রাজনীতি করতে চাই।”

    এসময় তিনি জানান, তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ কাউন্সিল (বিএনআরসি)-এর সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি পিআর সিস্টেম প্রসঙ্গে বলেন, “এই ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে, কারণ তারা এটিকে সঠিকভাবে বুঝতে পারে না।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম খসরু, সাবেক সভাপতি মেরুন্নেসা বেগম এবং ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরইউর সাবেক সভাপতি সুশান্ত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া উদ্দিন মিজান, মোস্তফা কামাল খান, আবু জাফর খান, মির আহসান উদ্দিন পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930