বিএনপির সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
dailybangla
26th Jun 2025 2:14 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপির সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
সকাল এগারোটার এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয় তাদের মধ্যে।
বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামীর জাতীয় নির্বাচন, সংস্কার প্রস্তাবসহ নানা বিষয়ে আলোচনা হয়৷
বিআলো/শিলি