বিএনপির ৩১ দফা এ দেশ ও মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবে: ভিপি নান্নু
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে ঝালকাঠিতে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় ঝালকাঠি শহরের বিভিন্ন সড়কে এ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও ঝালকাঠি-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মাহবুবুল হক নান্নু।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা কৃষক দলের সভাপতি মো. তকবির হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুবেল ফকিরসহ জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় মাহবুবুল হক নান্নু বলেন- “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা এদেশ ও দেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাবে। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে।”
বিআলো/ইমরান