বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা: ড. জিয়াউদ্দিন হায়দার
দেশনায়ক তারেক রহমানের ঘোষিত কর্মসূচিতে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও সুশাসনে বাস্তবসম্মত পরিকল্পনা
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ দেশনায়ক তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফায় স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন—অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে বাস্তবিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।
সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শিক্ষা খাতের মানোন্নয়ন, পরিবেশ রক্ষা এবং তরুণদের কর্মসংস্থানের জন্য বিএনপির পরিকল্পনা অত্যন্ত বাস্তবসম্মত এবং জনকল্যাণমুখী। তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষা এবং প্রতিটি নাগরিককে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
ড. হায়দার বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণ রাষ্ট্রের মূল শক্তি। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফার মধ্য দিয়ে একটি মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে দলটি। ভোটের মাধ্যমে জনগণের মনোনীত সরকার হয়ে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ‘ন্যাশনাল হেলথ কার্ড’-এর মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদানের ব্যবস্থাও থাকবে।
বিআলো/তুরাগ