• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবো : হাসান মামুন 

     dailybangla 
    19th Jan 2025 4:32 pm  |  অনলাইন সংস্করণ

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উক্তিটির প্রাধান্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন দশমিনা উপজেলা কৃষক দলের মাধ্যমে গত শনিবার১৮ জানুয়ারি ২০২৫ সকাল ১১ টায় মোঃ মনিরুজ্জামান টিটু আহবায়ক কৃষক দল পটুয়াখালী জেলা শাখার সভাপতিত্বে বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে  দ্বি – বাষিক সম্মেলনের আয়োজন করা হয়। গত প্রায় ১৬ বছর পরে দশমিনা উপজেলায় এ রকম একটি সম্মেলনের আয়োজনে বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন সম্পূর্ণ লোকে লোকারন্য। স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারন মানুষের মধ্যে একধরনের উচ্ছ্বাস প্রতিফলিত হতে দেখা গেছে।

    কৃষক বাঁচলে দেশ বাঁচবে উক্তিটি সামনে রেখে উপস্থিত সকল নেতা কর্মিদের বক্তব্যে দেশের সকল ক্ষেত্রে  কৃষকদের প্রাধান্য দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। বিগত অনেক বছর যাবৎ সংগঠনটির কার্য্যক্রম অনেকটাই প্রায় নিষ্ক্রিয় ছিলো তবে ২০১৮ সালের পরে পটুয়াখালী জেলার সকল পর্যায়ের সংগঠনটি ধীরে ধীরে পুনরায় পূর্ণ সমর্থনে সংগঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন কৃষক দলের কেন্দ্রীয়  সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে বি এন পি ক্ষক্ষমতায় গেলে তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী প্রকৃত কৃষকদের জন্য শস্য বীমা চালু করার পরিকল্পনা আছে এবং আরো বলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নে সর্ব প্রথম খাল খনন কাজ শুরু  করেছে এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ,গলাচিপা দশমিনা আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশি জনাব হাসান মামুন।
    জনাব হাসান মামুন তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক খাতে এখনো প্রায় ৬০% আসে কৃষকদের থেকে, সেই দেশের কৃষকরা অবহেলিত থাকতে পারেনা এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আমরা নিশ্চয়ই দেশের কৃষকদের সকল উৎপাদিত পন্য সিন্ডিকেট মুক্ত করে ন্যায্য অধিকার ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন খান মিলন, সহ সভাপতি কৃষক দল  কেন্দ্রীয় কমিটি বি এন পি, লায়ন মোঃ আকতার হোসেন সেন্টু যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি বি এন পি, মেঃ রফিকুল ইসলাম জনতার রফিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষক দল  বরিশাল বিভাগ দায়িত্বপ্রাপ্ত, আঃ রহমান সেন্টু কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কৃষক দল  বরিশাল বিভাগ দায়িত্বপ্রাপ্ত, মোঃ তরিকুল ইসলাম ইভান সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা শাখা, মোঃ হারুনর রশীদ সদস্য সচিব কৃষক দল দশমিনা উপজেলা শাখা। এছাড়াও মোঃ আনোয়ার মুন্সি সভাপতি কৃষক দল গলাচিপা উপজেলা শাখা, খোনন দেবনাথ সাধারন সম্পাদক কৃষক দল  গলাচিপা উপজেলা শাখা সহ পটুয়াখালী জেলার সকল উপজেলার নেতাকর্মী ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930