বিএনপি ক্ষমতায় এলে বাৎসরিক বৈদেশিক আয় ৩০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন করা হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠি সদরের বিনয়কাঠিতে দেশ নায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার ( ১ লা অক্টোবর) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় বিনয়কাঠি বাজারে বাংলাদেশ জাতীয়বাদী দল -বিএনপি ও সহযোগী সংগঠন বিনয়কাঠি ইউনিয়ন কর্তৃক আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব সরদার এনামুল হক এলিন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক এ্যাড. আনিসুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজাদুর রহমান খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব মাসুম সরদার, যুবদল নেতা মোঃ শিবলী সরদার, নয়ন, ফরিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন- বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সাইন্স, আর্টস এবং কমার্সের সাথে কারিগরি বিষয় যুক্ত করে এর মাধ্যমে আমাদের বৈদেশিক বাৎসরিক আয় ৩০ বিলিয়ন থেকে আমাদের দল ক্ষমতায় আসলে তিন বছরের মাথায় ১০০ বিলিয়নে রূপান্তরিত করা হবে। একজন মানুষও চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না। আমাদের দেশকে বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার ক্ষেত্রে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত খাল খননকে আমরা ২৫ হাজার কিউবিক মিটার খাল খনন করবো। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আপনারা দলকে দায়িত্ব দিলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। আমাদের দলের ৩১ দফার মধ্যে এই রাষ্ট্রকে কিভাবে বিশ্বের কাছে একটি সফল দেশ হিসাবে পরিচিতি লাভ করা যায় তার বিশাল পরিকল্পনা করা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা আমাদের জ্ঞান ভিত্তিক এবং উন্নয়ন কেন্দ্রীক বাংলাদেশ গড়তে হবে।
বিআলো/ইমরান