বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি শুধু এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে।
রবিবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মোহাম্মদপুর থানা বনাম শেরে বাংলা নগর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নয় মাস হয়েছে, তবে ১৭ বছর মানুষের ক্ষুন্ন হওয়া ভোটের অধিকার এখনো ফিরে পায়নি এদেশের সাধারণ মানুষ। অন্তবর্তী কালীন সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও এখনো তারা নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দাবী করার ফলে কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়। তাদেরকে বলবো বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, এদেশের সাধারন মানুষের জন্য রাজনীতি করে বিএনপি।
নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরো বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ নিজের ভোট দিতে পারে না। যার ফলে সবাই সম্মিলিতভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। এদেশের মানুষ নির্বাচন চায়, মানুষ ভোট চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।
গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে। সেই স্বৈরাচারের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নেই। বাংলাদেশে এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর ভাবে রুখে দাঁড়াতে হবে।
এরআগে দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বরস্হ মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।
বিআলো/তুরাগ