বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়া উদ্দিন হায়দার এর ঝালকাঠি নেছারাবাদ মাদ্রাসা পরিদর্শন
মনিরুজ্জামান মনির,ঝালকাঠি: ঝালকাঠি নেছারাবাদ এন. এস. কামিল মাদ্রাসা পরিদর্শন করলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার। আজ রবিবার ( ১০ আগস্ট) দুপুর ১ ঘটিকার সময় তিনি ঝালকাঠি এন. এস. কামিল মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে সকল ছাত্রদের সাথে আলোচনা সভা করেন। নেছারাবাদী হুজুর আলহাজ্ব হজরত মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা; বিশ্বব্যাংকের প্রাক্তন সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ; ঝালকাঠি জেলার কৃতি সন্তান ও গর্ব ডা. জিয়াউদ্দিন হায়দার স্বপন।প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন- দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের সকল মাদ্রাসায় আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। তিনি আরো বলেন- প্রত্যেক নাগরিক স্বাস্থ্য সেবা পাবেন, কোন মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়। কোন বৈষম্য থাকবেনা।বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানের পরিক্ষার ফলাফল প্রথম হওয়ায় তিনি প্রশংসা করেন।
বিআলো/ইমরান