বিএমইউতে ফুলব্রাইট প্রোগ্রামের আওতায় এআই ভিত্তিক স্মার্ট মেরিটাইম ম্যানেজমেন্ট কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)-তে ফুলব্রাইট মিশরালিস্ট প্রোগ্রামের আওতায় “Smart Maritime Management: Empowering Decarbonization with AI Bootcamp” শীর্ষক চার সপ্তাহব্যাপী একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি ৩১ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতা ও তত্ত্বাবধানে এবং বিএমইউ–এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়। এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট মিশরালিস্ট প্রোগ্রামের অধ্যাপক ড. বুরাক চাকায়া, যিনি বর্তমানে ইউনিভার্সিটি অব এরিজোনার রিসার্চ সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক।
কর্মশালায় অংশগ্রহণ করেন বিএমইউ–এর শিক্ষক–শিক্ষার্থীসহ সরকারি ও বেসরকারি মেরিটাইম খাতের বিভিন্ন স্টেকহোল্ডার। এর মধ্যে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড, বিআইডব্লিউটিএ, মেরিন ফিশারিজ অ্যাকাডেমি এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের প্রতিনিধিরা। এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. ইকবাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, রিসারস, এছাড়াও নৌবাহিনী ও সংশ্লিষ্ট খাতের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।
২৪ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে বিএমইউ–তে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নন্দন আক্তার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, রিসারস, এইচআরএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ–এর ডিরেক্টর (স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স) ড. দোলনচাঁদ্র সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স ডিভিশনের উপ–পরিচালক রিচার্ড ব্রুকস এবং ইউএস রেকার ফরেন গ্রান্ট প্রোগ্রামের পরিচালক রিচার্ড মিডভল ডেন্ট।
কর্মশালায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল—বাংলাদেশের বন্দরসমূহ আধুনিকীকরণ, স্মার্ট বন্দর ব্যবস্থাপনা, বন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার, মেরিটাইম লজিস্টিকস খাতের ডিজিটালাইজেশন এবং খাতটির দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির কৌশল।
বিআলো/এফএইচএস