বিএমডিএ’র উদ্যোগে সেচযন্ত্র অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মীর তোফায়েল হোসেন, রাজশাহী: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর উদ্যোগে সেচযন্ত্র অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) রাজশাহীর পোষ্টাল একাডেমি হলরুমে বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এ সেমিনার হয়। এতে প্রায় ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম এবং বিএমডিএ সচিব নীলুফা সরকার।
সেমিনারে আরও অংশ নেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ইকবাল হোসেন, মো. নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, মো. শহীদুর রহমান ও শিবির আহমেদ, উপ-পরিচালক (সেবা) মো. মাহফুজুল হক, নির্বাহী প্রকৌশলী মোসা. রুবিনা খাতুন ও সানজিদা খানম মলি, কেমিস্ট কাজী শামীম আরা, সহকারী প্রকৌশলী মোসা. আনোয়ারা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মোসা. রৌশনারা বেগমসহ বিএমডিএ’র সদর দপ্তরের বিভিন্ন কর্মকর্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান। সেমিনারটি সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান।
বিআলো/তুরাগ