বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
dailybangla
08th Dec 2025 12:42 am | অনলাইন সংস্করণ
বরিশাল ব্যুরো: বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ‘বাকসু’ নাম অনুমোদনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে তারা নগরের নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে প্রায় ৪৫ মিনিট ধরে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ‘বাকসু’ নাম অনুমোদনের সিদ্ধান্ত বাতিল এবং ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাতেই তাদের এই কর্মসূচি। তারা আরও বলেন, “আজকের কর্মসূচি ছিল প্রতীকী—মোটে পৌনে এক ঘণ্টা। দাবি পূরণ না হলে আরও বৃহৎ পরিসরে আন্দোলন করা হবে।”
মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়।
বিআলো/তুরাগ



