বিক্ষোভ দমনে খামেনিকে হত্যার হুঁশিয়ারি মার্কিন সিনেটরের
আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের চলমান বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম বলেন, ইরানের শাসকগোষ্ঠী যদি নিজ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যায়, তাহলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কঠোর ব্যবস্থা নিতে পারেন।
গ্রাহাম দাবি করেন, ইরানে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় পরিবর্তন আনতে পারে।
অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও মুদ্রা অবমূল্যায়নের কারণে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। একই সঙ্গে সাবেক শাহের পুত্র রেজা পাহলভি নিরাপত্তা বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিআলো/শিলি



