বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয়: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতাকে “অত্যন্ত প্রশংসনীয়” বলে অভিহিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেনা সদস্যরা বিচার প্রক্রিয়ার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন এবং সেনা প্রশাসন যেভাবে সহযোগিতা করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এটা আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাবোধের প্রতিফলন।”
তিনি আরও জানান, আসামি সেনা কর্মকর্তাদের কোথায় রাখা হবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।
আইন উপদেষ্টা বলেন, “সাবজেলে রাখা বা অন্য কোথায় রাখা হবে— এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা যা উপযুক্ত মনে করবেন, সেটিই করবেন।”
উল্লেখ্য, গুম, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে বুধবার সেনানিবাসের সাবজেল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই দিন বিএনপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং “অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা” চেয়েছে। সরকার ইতিমধ্যেই নিরপেক্ষভাবে কাজ করছে বলে দলটিকে আশ্বস্ত করা হয়েছে।
তিনি বলেন, “আগামী নির্বাচনের বিষয়ে কোনো সংশয় নেই। জুলাই সনদের বাস্তবায়নে অগ্রগতি দেখা গেলে এ সংক্রান্ত বিভ্রান্তিও কেটে যাবে।”
বিআলো/শিলি



