বিজয়নগরে গুলিবিদ্ধ ওসমান হাদি, ঢামেকে চলছে অস্ত্রোপচার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগর-পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ জানায়, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে তিনটি মোটরসাইকেলে এসে হামলাকারীরা গুলি ছোড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তার চোয়ালের নিচে গুলি লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থল পর্যালোচনার জন্য পুলিশ টিম পাঠানো হয়েছে বলে ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন।
ওসমান হাদির সহকর্মীরা জানিয়েছেন, তার জন্য বি-নেগেটিভ রক্তের প্রয়োজন।
এর আগে গত নভেম্বর মাসে দেশি-বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন ওসমান হাদি। তিনি তখন জানিয়েছিলেন, তাকে হত্যা ও পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, আর পুলিশ বর্তমানে হামলাকারীদের শনাক্তে কাজ করছে।
বিআলো/শিলি



