বিজয়ী হলে চুয়াডাঙ্গায় পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে
মিরাজুল ইসলাম মিরাজ, চুয়াডাঙ্গা : ধানের শীষে ভোট দিলও আপনি জান্নাতের টিকিট পাবেন না। জান্নাতের টিকিট নির্ভর করবে আপনার নেক আমলের উপর। যারা বলছে নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাত পাবেন তারা ভাওতাবাজ। আগামী নির্বাচনে যদি চুয়াডাঙ্গা-২ আসন থেকে ধানের শীষ প্রতীক বিজয় লাভ করে তাহলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।
নাগরিকদের অধিকার আদায়, সুস্বাস্থ্য ব্যবস্থা, কৃষির উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন ও অবকাঠামো উন্নয়ন করা হবে। গতকাল বুধবার দামুড়হুদা উপজেলা শহরের বিভিন্ন বাজার, মার্কেট, নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা, কালিয়াবকরি, নতিপোতা, ভগিরথপুর, ছুটিপুর ও পোতারপাড়া গ্রামে পৃথক পথসভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি ও চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, ভোট হচ্ছে নাগরিকের অধিকার। আর এ অধিকার রক্ষায় সকলকে সচেতন হয়ে গণতন্ত্র সুরক্ষিত রাখতে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট হলো পবিত্র আমানত;, তাই এ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটি স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক দলকে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবেন।
এ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা আপনারা জানেন। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে যদি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন না করে তাহলে আপনারা মতের পরিবর্তন ঘটাতে পারবেন। নির্বাচনী পৃথক পথসভা ও জনসংযোগকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো মনিরুজ্জামান মনির,
সাধারণ সম্পাদক মো রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহাফুজুর রহমান মিল্টন,
যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে নির্বাচনী পথসভা ও জনসংযোগ পুর্বে দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের দামুড়হুদা উপজেলা শাখার অফিস উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু।
বিআলো/আমিনা



