বিজয় দিবসের কর্মসূচিতে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
বিআলো ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নির্দিষ্ট সময়ের জন্য ঢাকার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এদিন দুপুরের কিছু সময় যাত্রী পরিবহন কার্যক্রম স্থগিত রাখা হবে।
ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময় কোনো যাত্রী ওঠানামা বা পরিবহন কার্যক্রম চালু থাকবে না।
কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। আকাশপথে নামা প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতেই সাময়িকভাবে মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক এই বিরতির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি হতে পারে বলে স্বীকার করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ জন্য যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত মেট্রোরেল চলাচল আবারও শুরু করা হবে।
বিআলো/শিলি



