বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর উপস্থিত ছিলেন।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রূপালী ব্যাংকের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া, আবু নাসের মো. মাসুদ, তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



