বিজয় দিবসে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করবে বন্দর থানা প্রেসক্লাব
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বন্দর থানা প্রেসক্লাবের উদ্যোগে পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। এ উপলক্ষে গত ১৪ ডিসেম্বর রবিবার বিকেল ৫টায় বন্দর থানা প্রেসক্লাবের কেকে টাওয়ারস্থ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য ডি. এম. মাইনুদ্দিন, মোহাম্মদ শামীম, আল আমিন জাহান মুন্সি, ইমরান হোসাইন আকাশসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে বন্দরের সমরক্ষেত্রের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সকাল ৯টায় ক্লাব কার্যালয়ে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিল শেষে পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।
ক্লাব নেতৃবৃন্দ জানান, বিজয়ের চেতনা সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআলো/তুরাগ



