বিজয় দিবসে ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের মিনি ম্যারাথন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আসাদুল শেখ: মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী এবং পোস্তগোলাভিত্তিক সামাজিক সংগঠন ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৩২তম মিনি ম্যারাথন–২০২৫। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পোস্তগোলা রাজাবাড়ি প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বিজয়ের এই গৌরবময় দিনে সকাল থেকেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ, তারুণ্যের প্রাণবন্ত উপস্থিতি ও দেশপ্রেমের উচ্ছ্বাস। ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বয়সী তরুণ-তরুণীসহ এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিনি ম্যারাথনের পাশাপাশি দিনব্যাপী আয়োজনে ছিল ফুটবল প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে এটি পরিণত হয় সুস্থ বিনোদন, সামাজিক সচেতনতা ও শৃঙ্খলার এক অনন্য মিলনমেলায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. মুক্তার হোসেন বলেন,
“আজ আমাদের সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা চাই আমাদের এলাকা মাদকমুক্ত থাকুক। আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা, বই পড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে বেড়ে উঠুক। বাসা প্রদীপ উচ্চ বিদ্যালয়ে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসে—তাদের নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এই সংগঠনের মাধ্যমে আমরা একটি সুশিক্ষিত, মানবিক ও সুস্থ সমাজ গড়ে তুলতে চাই।”
সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বলেন,
“আমাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা এবং এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিবছরের মতো আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা জাতির সামনে একটি স্পষ্ট বার্তা দিতে চাই—সাংস্কৃতিক মন-মানসিকতা নিয়েই আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন, এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগই তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশপ্রেমিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় সংঘের সদস্যবৃন্দ—আফজাল হোসেন মঞ্জু, বাদল মেম্বার, হানিফুর রহমান হানিফ, হোসেন পিন্টু, মোহাম্মদ জুম্মন, আলমগীর হোসেন লিটন, আক্তার, হানিফ, জাহাঙ্গীরসহ এলাকার সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন। সবার সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে সভাপতি হাজী মুক্তার হোসেন উপস্থিত সকলের সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করেন এবং নতুন বছরকে সামনে রেখে একটি মাদকমুক্ত, সুশিক্ষিত ও সাংস্কৃতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের পক্ষ থেকে সকল দেশবাসীকে জানানো হয় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
বিআলো/তুরাগ



