বিজয় দিবসে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগাতে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এডভোকেট অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন।
হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা তামান্না আক্তার, লাকি আক্তার ও রেহানা আক্তার।
সভাপতির বক্তব্যে এডভোকেট অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকশিত হয়। নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের দেশপ্রেম ও মননশীলতা গঠনে সহায়ক ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, হাজী লোকমান পাবলিক স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন করে আসছে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হওয়ায় স্কুলটির শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। এই দিন আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তিনি শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন।
চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে— জান্নাত আক্তার, সুমাইয়া আক্তার, মিরাজ গাজী, ইসরাত জাহান, শাফায়েত গাজী, মাহিম গাজী, শাহেদ গাজী, অচেনা আক্তার, তানহা আক্তার, নেহা আক্তার ও তাহসিন কবিরাজ।
বিশেষ কৃতিত্বের জন্য শাহেদ গাজী, ইসরাত জাহান, জান্নাত আক্তার ও মাহিদুল।
বিআলো/তুরাগ



