‘বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পাঠাব’, মন্তব্য তৃণমূল নেতার
আলো ডেস্ক: এবার বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের হুমকি তৃণমূল নেতার। ভয়ঙ্কর অভিযোগ। তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, “চুলের মুঠি ধরে বাংলাদেশে পুশব্যাক করব। তারপর ক্ষমা চেয়ে নেব।” প্রকাশ্যে হুমকি দিতে শোনা যায়, মালদহ তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সীর। পাল্টা বিজেপির বক্তব্য, মানুষের মধ্যে বিভেদ করছে তৃণমূল।
মালদহে দলীয় একটি অনুষ্ঠানে আব্দুল রহিম বলেন, “বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দেব। তারপর আমিও ক্ষমা চেয়ে নেব। আমি বলব, বিজেপি যে বাঙালি, সেটা আমি বুঝতে পারিনি।
বিজেপি করছে বলে বাংলার মানুষ নয়, আমি বুঝতে পারিনি। তাই ভুল করে বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বঙ্গ স্বপ্ন দেখছে।”তৃণমূল নেতার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। সরব হয়েছে বিজেপি। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “বিজেপি মানুষের সমস্ত রকমের অধিকারকে রক্ষা করার লড়াই করছে। বাংলার সমস্ত মানুষ যাতে তাঁদের অধিকার পেতে পারে, কিন্তু তৃণমূল মানুষে মানুষে বিভেদ তৈরি করছে। সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে।
এদিকে, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হতেই নেতৃত্ব তাঁকে সেফ গার্ড করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কথায় কথায় তো বিজেপি বলে ওদের পাঠাব। ওটার প্রতিবাদ করতে গিয়েই হয়তো কিছু একটা বলেছেন। ফলে পুরোটা না শুনে বলতে পারব না।”যদিও বিষয়টি নিয়ে একেবারেই অনুতপ্ত নন আব্দুল রহিম বক্সী। মঞ্চে এহেন বক্তব্যের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যের সমর্থনে আবারও বলেন, “বিজেপির বড় বড় নেতারা, যাঁরা কলকাতায় বসে ভাষণ দিচ্ছেন, তাঁদের পদাঘাত করে বাংলাদেশে পাঠাব।
উল্লেখ্য, গত কয়েক মাসে ‘পুশব্যাক’ বঙ্গ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য সে রাজ্যের পুলিশের কাছে হেনস্থার শিকার হতে হচ্ছে। পরে তাঁদের বাংলাদেশি সন্দেহে পুশব্যাকেরও অভিযোগ উঠেছে। যদিও রাজ্য পুলিশ তৎপরতার সঙ্গে তাঁদের ফিরিয়েও এনেছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতার এহেন বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিআলো/ইমরান