বিতর্কের পর সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ সালাহ
স্পোর্টস ডেস্ক: ক্লাব ও কোচকে ঘিরে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য লিভারপুল সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
লিভারপুলের ড্রেসিংরুমে সৃষ্ট অস্বস্তির অবসান ঘটিয়ে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ক্লাবের মিডফিল্ডার কার্টিস জোন্স জানিয়েছেন, সালাহ নিজের ভুল স্বীকার করায় দলের ভেতরের গুমোট পরিস্থিতি এখন আর নেই।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জোন্স বলেন, লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্র ম্যাচের পর সালাহর মন্তব্য নিয়ে পুরো স্কোয়াডের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, “মো সবসময় নিজের মনের কথা সরাসরি বলে। তবে বিতর্কের পর সে নিজ থেকেই এসে বলেছে- তার কথায় কেউ কষ্ট পেলে সে দুঃখিত।”
গত ৬ ডিসেম্বর লিডসের বিপক্ষে ম্যাচের পর সালাহ ক্লাব কর্তৃপক্ষ ও কোচ আর্নে স্লটের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, চলতি মৌসুমে দলের দুর্বল পারফরম্যান্সের দায় তার ওপরই চাপানো হচ্ছে। পাশাপাশি অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানান।
এই ঘটনার পর ৯ ডিসেম্বর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে রাখা হয়নি সালাহকে। তবে কোচ আর্নে স্লট জানিয়েছেন, এখন ক্লাব ও সালাহর মধ্যে কোনো অমীমাংসিত বিষয় নেই।
সর্বশেষ ব্রাইটনের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন সালাহ। বর্তমানে প্রিমিয়ার লিগে লিভারপুল সপ্তম স্থানে রয়েছে এবং শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। বিতর্ক কাটিয়ে সালাহ এখন আফ্রিকা কাপ অব নেশন্সে অংশ নিতে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন।
বিআলো/শিলি



