বিদায় উইন্ডোজ ১০, শেষ এক যুগের অফলাইন কম্পিউটার
বিআলো ডেস্ক: আর কোনো ফিচার বা নিরাপত্তা আপডেট পাবে না উইন্ডোজ ১০। মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে অপারেটিং সিস্টেমটির যুগ।
২০১৫ সালে আত্মপ্রকাশ করা উইন্ডোজ ১০ বহু ব্যবহারকারীর কাছে সবচেয়ে স্থিতিশীল সংস্করণ হিসেবে পরিচিত ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় মাইক্রোসফট পুরোপুরি মনোযোগ দিয়েছে উইন্ডোজ ১১-তে।
এখন থেকে নতুন সফটওয়্যার ও ফিচার তৈরি হবে শুধুমাত্র উইন্ডোজ ১১-এর জন্য। যদিও এখনো বিশ্বের প্রায় ৪০ শতাংশ পিসিতে চলছে উইন্ডোজ ১০। অনেকে উইন্ডোজ ১১-তে আপগ্রেড করতে অনিচ্ছুক- কেউ হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে, কেউ আবার ব্যক্তিগত তথ্য নজরদারি ও বাধ্যতামূলক অনলাইন অ্যাকাউন্ট ব্যবস্থার কারণে।
মাইক্রোসফট জানিয়েছে, যারা নিরাপত্তা আপডেট চালু রাখতে চান, তারা ৩০ ডলার ফি দিয়ে এক বছরের জন্য বাড়তি সেবা নিতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা এটি বিনামূল্যে পাবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, উইন্ডোজ ১০-এর বিদায়ের সঙ্গে শেষ হচ্ছে সম্পূর্ণ অফলাইনে ব্যবহারযোগ্য উইন্ডোজ যুগও। ভবিষ্যতের প্রতিটি সংস্করণই হবে অনলাইন নির্ভর ও এআই-সমৃদ্ধ।
বিআলো/শিলি



