বিদেশের প্রতিটি দূতাবাসে পাটপণ্যের প্রদর্শনী কর্ণার স্থাপন করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলোতে পাটপণ্যের প্রদর্শনী কর্নার স্থাপনের নির্দেশনা দিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে পাট অধিদপ্তর পরিদর্শনের পর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।
সাখাওয়াত হোসেন বলেন, এখন শুধু দেশে নয়, বিদেশেও পাটপণ্যের যথেষ্ট চাহিদা আছে। পরিবেশ দূষণরোধে বিশ্বব্যাপী সচেতনতার কারণে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বেড়েছে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ পাটপণ্য ব্যবহার ও আমদানিতে আগ্রহের কথা জানিয়েছে। পলিথিনের বদলে পাটের ব্যাগ চালুর জন্য বর্তমান সরকারের উদ্যোগে দেশের অভ্যন্তরে পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
পাটের বীজ উৎপাদনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশে প্রায় ছয় হাজার মেট্রিক টন পাট বীজের চাহিদা রয়েছে, সেখানে প্রায় একহাজার পাঁচশত মেট্রিক টন বীজ দেশে উৎপাদিত হচ্ছে। পরিকল্পনা ও প্রকল্পের মাধ্যমে পাটের বীজ উৎপাদন বাড়াতে হবে এবং পাট থেকে তৈরি সুতার উৎপাদন বাড়াতে হবে।
পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা অধিদপ্তরের সার্বিক কার্যক্রম, ভবিষৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত একটি উপস্থাপনা তুলে ধরেন। এ সময় বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার, পরিচালক সত্যকাম সেন, উপ-পরিচালক, সহকারী পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ