বিদেশে পাঠানোর নামে প্রতারণা, শতাধিক ভুক্তভোগী এম আর জালালের খপ্পরে
নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এম আর জালাল নামের এক ব্যক্তি। প্রতিটি ভিসার জন্য জনপ্রতি ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা করে আদায় করে টাকা ও পাসপোর্ট আত্মসাৎ করেন তিনি-এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, এম আর জালালের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দরের ১ নম্বর নয়ানগর এলাকায়। তার বাবার নাম আব্দুল সাত্তার, মায়ের নাম আমিরুন বেগম। ভুক্তভোগীদের দাবি, জালালের কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি নেই এবং তিনি কোনো প্রতিষ্ঠানেও কর্মরত নন। তারপরও মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি সাধারণ মানুষকে ফাঁদে ফেলেন।
ভুক্তভোগীদের একজন, রোহা ওভারসিস নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জসিম উদ্দিন, বলেন, আমার প্রতিষ্ঠানে আসা তিনজন গ্রাহকের জন্য রোমানিয়ার ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জালাল আমার কাছ থেকে অগ্রিম এক লাখ টাকা নেয়। এরপর থেকে সে নিখোঁজ। পরে খোঁজ নিয়ে জেনেছি, জালাল মূলত প্রতারণাকেই পেশা বানিয়েছে।
তিনি আরও জানান, টাকা দেওয়ার পাকা প্রমাণ রয়েছে তার কাছে এবং এ বিষয়ে শিগগিরই আইনের আশ্রয় নেবেন।
ভুক্তভোগীদের অনেকেই অভিযোগ করেছেন, শুধু টাকা নয়, জালাল তাদের পাসপোর্টও ফেরত দেননি, ফলে তারা এখন সর্বস্ব হারিয়ে দিশেহারা। তারা এম আর জালালের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
প্রতারণার এই চক্র নিয়ে তদন্ত ও ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
বিআলো/এফএইচএস