বিদেশ থেকে ফিরে আবেগঘন বার্তা দিলেন পরীমনি
dailybangla
01st Nov 2025 11:48 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: জন্মদিন উদযাপন শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। প্রায় ১০ দিনের ভ্রমণ শেষে শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি।
পরীমনি লেখেন, “এভাবে দেশের বাইরে সেলিব্রেশনের পরিকল্পনা এবারই প্রথম। আমরা সাতজন ছিলাম। কত আনন্দ, কত নতুন অভিজ্ঞতা! দুঃখ, হাসি—সব মিলিয়ে অনেক স্মৃতি তৈরি হয়েছে।”
তিনি জানান, সফরে তার সঙ্গে ছিলেন ছেলে, ন্যানি মোবারক, ম্যানেজার তুরান, বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, মনুজান নাইম ও তিনি নিজে।
পরীমনি বলেন, সময়টাকে উপভোগ করতে তিনি ইচ্ছা করে সিমকার্ডও নেননি। শিগগিরই ধাপে ধাপে ছবি ও ভিডিও শেয়ার করবেন বলেও জানান তিনি।
২৪ অক্টোবর লাংকাউই দ্বীপে সহকর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী।
বিআলো/শিলি



