বিদেশ পাঠানোর নামে প্রতারণা: বিএসবি গ্লোবালের মালিক বাশার রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষার নামে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার বাহার। তাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, খায়রুল বাশার ও তার সহযোগীরা কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার লোভনীয় বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে। এ চক্র ১৪১ জন ভুক্তভোগীর কাছ থেকে ইতোমধ্যে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা আত্মসাৎ করেছে।
প্রাথমিক তদন্তে আরও জানা যায়, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে মোট ৪৪৮ জনের কাছ থেকে প্রায় ৫৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তবে তদন্ত শেষে ভুক্তভোগীর সংখ্যা ও অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গুলশান থানায় বাশারের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা চলছে। তদন্ত সংস্থার দাবি, খায়রুল বাশার একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং মানি লন্ডারিং কার্যক্রমেও যুক্ত রয়েছেন।
এর আগে সোমবার (১৪ জুলাই) রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিআলো/এফএইচএস