বিপিএলে আগুন ঝরাচ্ছেন মোস্তাফিজ, ফেসবুকে প্রকৃতির টান
স্পোর্টস ডেস্ক: আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের নিরাপত্তাজনিত নির্দেশনার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে, যা ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারের পর্যায় পর্যন্ত গড়িয়েছে।
তবে মাঠের বাইরের এসব জটিলতার কোনো প্রভাব পড়েনি মোস্তাফিজের পারফরম্যান্সে। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে প্রতিটি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন এই বাঁহাতি পেসার। কখনো গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে রান আটকে দিচ্ছেন।
তার এই ধারাবাহিক পারফরম্যান্সই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।
ম্যাচ সূচিতে সাময়িক বিরতি থাকায় আপাতত কিছুটা অবসর পেয়েছেন মোস্তাফিজ। আগামী ৯ জানুয়ারির আগে মাঠে নামতে না হওয়ায় সময়টা কাজে লাগাচ্ছেন প্রকৃতি উপভোগে। হোটেলের ছাদে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি।’ এর আগের রাতেও আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘চোখ মাঠে, মন জয়ের দিকে।’
মাঠের বাইরের সব আলোচনা সত্ত্বেও মোস্তাফিজ যে মানসিকভাবে বেশ শান্ত, তা জানিয়েছেন তার কোচ ও সতীর্থরা। আপাতত তার একমাত্র মনোযোগ মাঠে ভালো পারফরম্যান্স করা এবং দলের সাফল্যে অবদান রাখা।
বিআলো/শিলি



