বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: অবিভক্ত বাংলার বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই বিপ্লবী সাংবাদিকের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ইকবাল কাগজী।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক সাজাউল হক, প্রভাষক উসমান গণি ও সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ফজলুল হক সেলবর্ষী ছিলেন অগ্নিযুগের এক সাহসী সাংবাদিক, যিনি লেখনীর মাধ্যমে বৃটিশবিরোধী আন্দোলনে জাতিকে উদ্দীপ্ত করেছিলেন। বৃটিশ শাসকরা তার বিপ্লবী লেখনীকে ভয় পেয়ে একাধিকবার তাকে কারাবন্দি করে নির্যাতন চালায়।
তারা বলেন, সেলবর্ষী ছিলেন আপসহীন আদর্শের মানুষ। তিনি ক্ষমতার সঙ্গে কখনো আপোস করেননি। ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি জাতিকে পথ দেখিয়েছেন। ফজলুল হক সেলবর্ষী কেবল একজন সাংবাদিক নন, তিনি এক চেতনার নাম, এক আদর্শের প্রতীক।
বক্তারা আরও বলেন, কবি কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহের হোসেনসহ অগ্নিযুগের সাহিত্যিক ও রাজনীতিকরা ফজলুল হক সেলবর্ষীর কর্মে অনুপ্রাণিত হয়েছিলেন। নজরুল তার ধূমকেতু পত্রিকায় সেলবর্ষীর লেখা প্রকাশ করেছিলেন।
তিনি আনন্দবাজার, সংবাদসহ বিভিন্ন দৈনিকে সুনামের সঙ্গে কাজ করেছেন এবং সম্পাদনা করেছেন একাধিক আলোচিত পত্রিকা।
বক্তারা বলেন, এই মহান বিপ্লবী সাংবাদিকের জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। তাহলেই শিকড়ের সঙ্গে আমাদের প্রজন্মের বন্ধন দৃঢ় হবে।
বিআলো/এফএইচএস



