বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে কয়রায় বিএনপির যৌথ মতবিনিময় সভা
মুশফিকুর রহমান: খুলনা জেলা ও কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে আগামী ১৭ মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে খুলনা বিভাগীয় তারুণ্যের ভাবনা শীর্ষক সমাবেশ সফল করার লক্ষ্য যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিকাল ৩ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ,,জাফরীন নেওয়াজ চন্দন, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, খুলনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্যাহেল কাফি সখা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবীর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী,আবু সাঈদ বিশ্বাস। এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, কোহিনূর ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু ডিএম নুরুল ইসলাম, আঃ সামাদ, হারুন অর রশিদ, এফ এম মনিরুজ্জামান,গাজী সিরাজুল ইসলাম, আঃ রহিম সানা, জিএম রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আবুল বাশার ডাবলু, রফিকুল ইসলাম গাজী, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, ডিএম হাফিজুল ইসলাম,ডাঃ নুরুল ইসলাম খোকন, রওশন মোল্যা, ফয়জুল করিম খোকন ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, যুগ্ম আহবায়ক এহসানুর রহমান, আকবার হোসেন, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, জালাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক প্রভাষক রবিউল ইসলাম, নজরুল ইসলাম, মুন্না, রিয়াছাদুজ্জামান বাবলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন, আঃ সাদেক রানা, সাইফুল্লাহ প্রমুখ। মতবিনিময় সভায় কয়রা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
