বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পরশুরাম ইউএনও’র বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, পরশুরাম: ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বুধবার (২৩ জুলাই) বিকেলে পরশুরাম অফিসার্স ক্লাবে এ আয়োজন করে উপজেলার বিভিন্ন সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ইউএনও’র কর্মজীবনের ইতিবাচক দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন, প্রেস ক্লাব সভাপতি এম. এ. হাসান, সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল ও বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন।
এছাড়া উপজেলার তিনটি ইউনিয়নের সচিব ও প্রশাসনিক কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও সমাজের বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা ইউএনও’র স্বচ্ছ, নিষ্ঠাবান ও উন্নয়নমুখী ভূমিকার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন।
সংবর্ধনায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও আরিফুর রহমান। তিনি বলেন, “আমি সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কোনো অন্যায় বা দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে আরও ভালোভাবে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে ইউএনও আরিফুর রহমানকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করে পরশুরাম প্রেস ক্লাব, বক্সমাহমুদ, চিথলিয়া ও মির্জানগর ইউনিয়ন পরিষদ, উপজেলা অফিসার্স অ্যাসোসিয়েশন, পরশুরাম উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি, নজরুল একাডেমি, করাত কল সমিতিসহ বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, ইউএনও আরিফুর রহমান অচিরেই পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
বিআলো/তুরাগ