বিভিন্ন মিডিয়ায় তারেক রহমানের সঙ্গে বৈঠকের খবর অসত্য: এম নাসের রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য দাবি করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান সাহেবের সঙ্গে আমার সাক্ষাতের যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। তিন বছর আগের একটি ছবিকে ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে, যা আমাকে হতবাক করেছে।”
তিনি আরও জানান, গত ৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের আমন্ত্রণে তিনি লন্ডনে যান। সেখানে মরহুম সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে ১১ সেপ্টেম্বর সকালে দেশে ফিরে আসেন। এ সময় তারেক রহমানের সঙ্গে কোনো বৈঠক হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানান এম নাসের রহমান।
এ ঘটনার পর স্থানীয় রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনকে চক্রান্তের মূল হোতা হিসেবে উল্লেখ করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মী। তাদের দাবি, লন্ডনে সফরসঙ্গী হয়েও বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানোর সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন।
এ বিষয়ে লন্ডন বিএনপির বেশ কয়েকজন নেতাও নুরুল ইসলাম সেলুনের ওপর সন্দেহ প্রকাশ করেছেন। একইসঙ্গে রাজনগরের এক কর্মী তার ফেসবুক আইডি Sheikh Tamim Rajnagari থেকে মন্তব্য করে অভিযোগ করেন, ব্যক্তিগত স্বার্থে নুরুল ইসলাম সেলুন নিজেকে জাহির করার জন্যই মিথ্যা অপপ্রচার চালিয়েছেন।
বিআলো/তুরাগ