• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যের বিচ্ছিন্ন অনৈতিক ঘটনা ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা 

     dailybangla 
    07th Nov 2025 9:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা—বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন সংবেদনশীল স্থানে—দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। সীমিত বেতন, দীর্ঘ কর্মঘণ্টা, প্রতিকূল যাতায়াতব্যবস্থা এবং জটিল দায়িত্বের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তারা দিন-রাত পরিশ্রম করে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করছেন।

    নানা সীমাবদ্ধতার মাঝেও বাহিনীর সদস্যরা তাদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে অবৈধ চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং অবৈধ পণ্য উদ্ধারসহ জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের আত্মত্যাগ ও দ্রুত পদক্ষেপ জাতির শ্রদ্ধা অর্জন করেছে। সে ঘটনায় আগুন নেভাতে গিয়ে বাহিনীর ২৫ জন সদস্য আহত হন।

    তবে দুঃখজনকভাবে, গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্ব পালনরত এক অঙ্গীভূত আনসার সদস্যের কাছ থেকে পোশাকের ভেতরে লুকানো অবস্থায় পুরোনো মডেলের ১৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা নিঃসন্দেহে দুঃখজনক ও বাহিনীর নীতি-আদর্শের পরিপন্থী।

    এ ঘটনার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি, বাহিনী থেকে বহিষ্কার ও কালো তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমান মহাপরিচালকের নির্দেশনায় বাহিনীর শৃঙ্খলাবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যেকোনো সদস্যের বিরুদ্ধে কঠোর ও দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি একান্ত বিচ্ছিন্ন ঘটনা, যা কোনোভাবেই পুরো বাহিনীর আদর্শ, পেশাদারিত্ব ও নিবেদনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। একজন সদস্যের অনৈতিক আচরণের দায় পুরো বাহিনীর ওপর চাপানো অনুচিত ও অযৌক্তিক।

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গণমানুষের নিরাপত্তা, সেবা ও স্বার্থরক্ষায় প্রতিদিন নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সচেতন নাগরিক সমাজের সহযোগিতায় বাহিনী আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনগণের কাঙ্ক্ষিত পেশাদার বাহিনী হিসেবে এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয় বিবৃতিতে।

    দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031