• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিমানবন্দর অগ্নিকাণ্ড তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ দল আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

     dailybangla 
    25th Oct 2025 10:21 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনো অব্যবস্থাপনা বা ত্রুটি ছিল কি না- তা খতিয়ে দেখতে চার দেশের বিশেষজ্ঞ দল কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    শনিবার বেলা পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা এসে অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।”

    তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে-তারা ফেল করেনি। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়, আর ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো ১৫–২০ মিনিটের মধ্যেই আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই স্থানে খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।”

    বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটিই প্রয়োজনে কার্গো ভিলেজেও কাজ করতে পারে। এতে কোনো সমস্যা নেই।”

    এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট চালুর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে।

    তিনি বলেন, “রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত করার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031