বিমানবাহিনীতে অবসরপ্রাপ্তদের সেবা সহজ করতে ‘সাপোর্ট সেল’ ও পোর্টাল উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সেবা আরও সহজতর ও দ্রুততর করার লক্ষ্যে ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ এবং ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল’ উদ্বোধন করা হয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা হবে বলে মনে করা হচ্ছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কার্যক্রমের উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নতুন ‘সাপোর্ট সেল’ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় সেবা দ্রুত ও নিবিড়ভাবে পৌঁছে দেবে। একই সঙ্গে ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল’ চালুর মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা দেশ বা বিদেশের যেকোনো স্থান থেকে লগইন করে অবসর পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস