বিমান দুর্ঘটনায় অর্থসহায়তা চেয়ে পোস্ট, সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার পেজ থেকে সরিয়ে নেওয়া হলো
নিজস্ব প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসহায়তা আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছিল প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ। তবে এটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পোস্টটিতে বলা হয়েছিল-মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক (হিসাব নম্বরসহ)।
তবে ঠিক কী কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। একজন ফেসবুক ব্যবহারকারী রিপন দে লিখেছেন, এটা কি? যাদের বাচ্চা নিখোঁজ এবং হাসপাতালে মৃত্যু যন্ত্রণার সাথে যুদ্ধ করছে, তারা যখন এসব দেখবে, তাদের মানসিক অবস্থা কী হবে?
দুর্ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩১ জনের মৃত্যু এবং ১৬৫ জনের আহত হওয়ার তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিআলো/এফএইচএস