বিমান বিধ্বস্তে প্রাণহানি ১৯, আহত ১৬৪: বার্ন ইউনিটে ছয় উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে এবং আহত হয়েছেন ১৬৪ জন। আহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়।
তবে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, নিহতের সংখ্যা ১৯ জন।
আইএসপিআর সূত্রে জানা যায়, সিএমএইচে ১১ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের মরদেহ রয়েছে।
আহতদের মধ্যে রয়েছে, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৭০ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, সিএমএইচে ১৪ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
ছুটে গেলেন উপদেষ্টারা
দুর্ঘটনার ভয়াবহতা এবং আহতদের অবস্থা পরিদর্শনে জাতীয় সরকার উপদেষ্টা পরিষদের ছয়জন উপদেষ্টা সোমবার বার্ন ইনস্টিটিউটে ছুটে যান।
তাদের মধ্যে ছিলেন, আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ সময় অধ্যাপক আসিফ নজরুল বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে বিদেশি চিকিৎসক এনে বা বিদেশে নিয়ে গিয়েও চিকিৎসা দেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, সিএমএইচে ১১ জনকে মৃত অবস্থায় নেওয়া হয়েছে। কুর্মিটোলা ও বার্ন ইনস্টিটিউটে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মোট ১০০ থেকে ১৫০ জন অগ্নিদগ্ধ হয়েছেন, তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে সময় লাগবে।
উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। বহু শিক্ষার্থী এতে দগ্ধ হন। ঘটনাস্থলে এখনও উদ্ধার তৎপরতা চলছে।
বিআলো/এফএইচএস