বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন সংগীতশিল্পী কনা
dailybangla
09th Dec 2025 10:04 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: মেহেদি রাঙা হাতের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর সংগীতশিল্পী কনাকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে কনা বলেছেন, ছবিটির সঙ্গে তার ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই; এটি কেবল নতুন গান ‘মেহেন্দি’র প্রমোশনাল ছবি।
ছবি প্রকাশের পর ভক্তরা তাকে প্রশ্নে জর্জরিত করলেও কনা নিশ্চিত করেন, এটি শুধু গানের শুটিংয়ের ছবি। শুক্রবার গানটি প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
‘মেহেন্দি’ গানটিতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। বাঁধন ও জামশেদ চৌধুরীর লেখা গানটির সংগীত পরিচালনা করেছেন সনজয়। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী ও রিয়াজ আলী। মডেল হয়েছেন সুনেরাহ, মাইশা নাজিয়া, মানজিতা রায়সহ আরও কয়েকজন।
প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় গানটি কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রায় ২০ লাখ ভিউ পায়।
বিআলো/শিলি



