বিশাল পরিবর্তন আনল হোয়াটসঅ্যাপ
বিআলো ডেস্ক: ব্যক্তিগত যোগাযোগ কিংবা অফিসের কাজ- হোয়াটসঅ্যাপ একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবেই পরিচিত। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কিছুদিন পর পর অ্যাপটিতে আপডেট নিয়ে আসে মেটা কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় আবার কিছু নতুন পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এই পরিবর্তনে ইউজারদের কাছে আরও প্রিয় হয়ে উঠবে অ্যাপটি, এমনটাই মনে করা হচ্ছে।
নতুন আপডেটটি ভয়েস ও ভিডিও উভয়ই কলের জন্যই। এবার থেকে আপনি কোনো গ্রুপ কল করতে চাইলে অংশগ্রহণকারীদের বেছে নিতে পারবেন এবং সেই কলের শর্টকাটও তৈরি করা যাবে। পাশাপাশি ইফেক্ট ও ফিল্টারও যোগ করা যাবে ভিডিও কলে। ঠিক যেমন ইনস্টাগ্রামে করা যায়। কাস্টমাইজ করা যাবে ব্যাকগ্রাউন্ডও। ভিডিওর রেজ্যুলেশনও আগের থেকে অনেকটাই উন্নত করা হয়েছে আপডেটটির মাধ্যমে। স্মার্টফোন এবং ওয়েব দুই সংস্করণেই এই ফিচারটি কাজ করবে।
এই নতুন ফিচারগুলোর সুবিধা পেতে হলে অবশ্যই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের বর্তমান সংস্করণটি থাকতে হবে। সেজন্য গুগল প্লে- স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ। অবশ্যই নিরাপদ। কেননা হোয়াটসঅ্যাপের কল ও চ্যাট দুই-ই আসলে এন্ড- টু-এনক্রিপ্টেড। কাজেই আপনার ব্যক্তিগত গোপনীয়তা পুরোপুরি বজায় থাকবে।
এমনকী ওয়েবে কলের ক্ষেত্রেও বাকিদের থেকে গোপন থাকবে আপনার আইপি অ্যাড্রেস। তবে যেহেতু গ্রুপ কল, তাই সবাইকে বিশ্বস্ত না মনে করলে গোপন তথ্য শেয়ার না করাই ভালো। কেননা কেউ স্ক্রিন রেকর্ড করছেন কিনা তা আপনি জানেন না। কাজেই সেই সাবধানতাটুকু বজায় রাখাই ভালো।
বিআলো/শিলি